পবিত্র কোরআনের আরেকটি পাঠচক্র
পবিত্র কোরআনের আরেকটি পাঠচক্র সুসম্পন্ন করায় সকল অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই পাঠচক্রে যারা নিয়মিত ছিলেন এমন ৫৫ জনের অভিব্যক্তি থেকে পুরো কোরআনের সামারি নিয়ে আগামীকালের সর্বশেষ প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে। যেসব পয়েন্টে এসব কোরআন প্রেমীরা কথা বলবেনঃ
১। মাতৃভাষায় কোরআন চর্চা করে আমরা কী শিখলাম
২। কীভাবে নিজে উপকৃত হলাম
৩। কী কী উপলব্ধি তৈরি হয়েছি
৪। কোরআনের এসব শিক্ষা নিজের জীবনে কীভাবে প্রয়োগ করছি
জনাব মোঃ মনির হোসেনের সঞ্চালনায় আগামীকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবারের কোরআন সেশানের সম্ভাব্য শিডিউলঃ
রাত ৮.৪৫
পরিচয় পর্ব: ৯.০০-৯.০৫
স্বাগত বক্তব্য:
মোঃ মনির হোসেন (৫ মিঃ)
৯.০৫-৯.০৭
সুরা ফাতেহা
৯.০৭-৯.১৭
“সমগ্র কোরআনের শিক্ষা ও বাস্তব জীবনে প্রয়োগ”
মোস্তাফিজুর রহমান (১০ মিঃ)
৯.১৭-১০.২০
প্রথম সেশান
কোরআন চর্চায় অংশগ্রহণকারীদের অনুভূতি শেয়ারিং
(প্রত্যেকে ৫ মিঃ করে)
প্রথম পর্ব (৯.১৭-৯.৩৭)
(প্রত্যেকে ৫ মিঃ করে)
১। গোলাম রাব্বানি
২। মুফতি হাসিবুল
৩। এস এম ফরহাদ
৪। জয়নবা রাত্রি
দ্বিতীয় পর্ব (৯.৩৭-৯.৫৭)
(প্রত্যেকে ৫ মিঃ করে)
৫। আবদুল মালেক সর্দার
৬। এডভোকেট সারোয়ার
৭। নাজমুল হাসান তালুকদার
৮। মাইনুল ইসলাম মামুন
৯.৫৭-১০.০০
ব্রেক (৩ মিঃ)
তৃতীয় পর্ব (১০.০০-১০.২০)
(প্রত্যেকে ৫ মিঃ করে)
৯। এম সাঈদুর রহমান (সাঈদ)
১০। হাবিবুল্লাহ
১১। সুগরা কবির (ইউকে)
১২। শাহানা আক্তার
১০.২০-১০.৪১
পুরো কোরআনের শিক্ষা ও প্রয়োগ
১। জয়নাল আবেদিন স্যার (৭ মিঃ)
২। শামসুল আলম মুরাদ (৭ মিঃ)
৩। জাকিয়া রহমান (৭ মিঃ)
১০.৪১-১০.৫০
সম্মিলিত প্রার্থনা
এম মিজানুর রহমান (৯ মিঃ)
১০.৫০-১১.০০
সমাপনি পর্যালোচনা
গোলাম সারোয়ার মিলন (১০ মিঃ)
১১.০০
সমাপ্তি
জয়েনিং লিংকঃ
https://us02web.zoom.us/j/84573079858?pwd=SUxpc0ZZUWs5WnFVWElRbnFpak54Zz09
মিটিং আইডিঃ
845 7307 9858
পাসকোডঃ
1234
অত্যন্ত স্পেশাল এই প্রোগ্রামে সবাইকে রাত ৮ টা ৫০ মিনিটের মধ্যে সপরিবারে ও সবান্ধবে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ করছি।
অনুরোধক্রমে,
গোলাম সারোয়ার মিলন
টিম লিডার, কোরআনের আলো
(দ্যা কসমিক হিলারস ফাউন্ডেশন)