কুমিল্লার লাকসামে আজ ৫০ পিস মোটা লেপ বিতরণ শুরু হয়েছে। ৩০ পিস আজ দিয়েছে ২ দিন পর ২০ পিস আসবে। এই ৫০ জনকে আর আগামী ১০ বছর কম্বল বা লেপ দেওয়ার প্রয়োজন হবে না। প্রতি পিস ১১ শ করে ৫৫ হাজার টাকার লেপ দেওয়া হয়েছে। আমাদের ফোরাম থেকে এ পর্যন্ত ১৪ হাজার টাকা উঠেছে। বাকী ৪১ হাজার আমি আমার বন্ধু-বান্ধব থেকে সংগ্রহ করেছি। আমাদের আরো টাকা উঠলে ঢাকায় হতদরিদ্রদের মাঝে গরম জেকেট দেওয়া যাবে।