মাতৃভাষায় কোরআন চর্চা
পবিত্র কোরআনের আরেকটি পাঠচক্র সুসম্পন্ন করায় সকল অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই পাঠচক্রে যারা নিয়মিত ছিলেন এমন ৫৫ জনের অভিব্যক্তি থেকে পুরো কোরআনের সামারি নিয়ে আগামী কয়েকটি প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে। যেসব পয়েন্টে পর্যায়ক্রমে এই ৫৫ জন কোরআন প্রেমীরা কথা বলবেনঃ
১। মাতৃভাষায় কোরআন চর্চা করে আমরা কী শিখলাম
২। কীভাবে নিজে উপকৃত হলাম
৩। কী কী উপলব্ধি তৈরি হয়েছি
৪। কোরআনের এসব শিক্ষা নিজের জীবনে কীভাবে প্রয়োগ করছি
জনাব মোঃ মনির হোসেনের সঞ্চালনায় অদ্য ২২ ডিসেম্বর বৃহস্পতিবারের কোরআন সেশানের সম্ভাব্য শিডিউলঃ
রাত ৮.৪৫
পরিচয় পর্ব
৯.০০-৯.০৫
স্বাগত বক্তব্য
দিদার হোসেন (৫ মিঃ)
৯.০৫-৯.০৭
সুরা ফাতেহা
মালেক সর্দার
৯.০৭-৯.১৭
“সমগ্র কোরআনের শিক্ষা ও বাস্তব জীবনে প্রয়োগ”
মোঃ মনির হোসেন (১০ মিঃ)
৯.১৭-১০.২০
প্রথম সেশান
কোরআন চর্চায় অংশগ্রহণকারীদের অনুভূতি শেয়ারিং
(প্রত্যেকে ৫ মিঃ করে)
প্রথম পর্ব (৯.১৭-৯.৩৭)
(প্রত্যেকে ৫ মিঃ করে)
১। আহসান হাবীব
২। মেজর জুলফিকার
৩। বেলায়েত হোসেন
৪। ইউকা তাসনিম
দ্বিতীয় পর্ব (৯.৩৭-৯.৫৭)
(প্রত্যেকে ৫ মিঃ করে)
৫। মোঃ আনোয়ার হোসেন
৬। মুন্নি লাল
৭। সোহেল রানা
৮। মণি আক্তার
৯.৫৭-১০.০০
ব্রেক (৩ মিঃ)
তৃতীয় পর্ব (১০.০০-১০.২০)
(প্রত্যেকে ৫ মিঃ করে)
৯। সাইফুল আলম (ইউএসএ)
১০। আফিয়া গুলশান
১১। শাহানা আক্তার
১২। মুনিফা
১০.২০-১০.৪৫
পুরো কোরআনের শিক্ষা ও প্রয়োগ
১। গোলাম সারোয়ার মিলন (১৫ মিঃ)
২। টিপু চৌধুরী (১০ মিঃ)
১০.৪৫-১০.৫৫
সম্মিলিত প্রার্থনা
মোস্তাফিজুর রহমান (১০ মিঃ)
১০.৫৫-১১.০০
সমাপনি পর্যালোচনা
এম মিজানুর রহমান (৫ মিঃ)
১১.০০
সমাপ্তি
জয়েনিং লিংকঃ
https://us02web.zoom.us/j/84573079858?pwd=SUxpc0ZZUWs5WnFVWElRbnFpak54Zz09
মিটিং আইডিঃ
845 7307 9858
পাসকোডঃ
1234
অত্যন্ত স্পেশাল এই প্রোগ্রামে সবাইকে রাত ৮ টা ৫০ মিনিটের মধ্যে সপরিবারে ও সবান্ধবে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ করছি।
অনুরোধক্রমে,
গোলাম সারোয়ার মিলন
টিম লিডার, কোরআনের আলো
(দ্যা কসমিক হিলারস ফাউন্ডেশন)