পবিত্র কোরআনের নতুন পাঠচক্র
পবিত্র কোরআনের নতুন পাঠচক্রে সবাইকে স্বাগতম। আগামী সেশানে আমরা সুরা আল বাকারার ১-৪৬ আয়াত নিয়ে আলোচনা করবো। সবাইকে উক্ত লেসান পড়ে প্রোগ্রামে জয়েন করার অনুরোধ করা যাচ্ছে।
জনাব মোঃ মনির হোসেনের সঞ্চালনায় আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবারের কোরআন সেশানের সম্ভাব্য শিডিউলঃ
রাত ৮.৪৫
পরিচয় পর্ব
৯.০০-৯.০৩
সুরা ফাতেহা
৯.০৩-৯.১০
স্বাগত বক্তব্য
মোঃ মনির হোসেন (৭ মিঃ)
৯.১০-১০.১৫
সুরা বাকারার ১-৪৬ আয়াতের আলোকে নিম্নোক্ত প্রশ্নসমূহের মধ্য থেকে নিজের ইচ্ছা মোতাবেক এক বা একাধিক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা
১। আমি কী শিখলাম?
২। আমি কী উপলব্ধি করলাম?
৩। কোন আয়াত (সমূহ) আমার অন্তরে দাগ কেটেছে?
৪। কোন আয়াত (সমূহ) আমি আমার জীবনে প্রয়োগ করেছি?
৫। কোন আয়াত (সমূহ) আমি আমার পরিবার / সমাজকে শিখাতে চাইছি?
(প্রত্যেকের সময় ৩ থেকে ৪ মিঃ)
১। এম মিজানুর রহমান
২। তানিয়া চৌধুরী
৩। মোঃ আলী বাবু
৪। আবুল কাশেম চৌধুরী
৫। জয়নাল আবেদিন স্যার
৬। মেজর জুলফিকার
৭। নুরজাহান শুয়ারা
৮। সেলিনা কামাল
৯। আবদুল বাতেন
১০। শামসুল আলম মুরাদ
১১। এম এইচ রনি (ইউএসএ)
১২। ফয়সুল আলম
১৩। আহসান হাবীব
১৪। মোস্তাফিজুর রহমান
১৫। টিপু চৌধুরী
১০.১৫-১০.২০
ব্রেক (৫ মিঃ)
১০.২০-১০.৪০
আলোচ্য লেসানের গুরুত্বপূর্ণ আয়াতসমূহ নিয়ে আলোচনা
সাঈদ রহমান
১০.৪০-১০.৫০
বিশেষ দোয়া
সাঈদ রহমান (১০ মিঃ)
১০.৫০-১১.০০
সমাপনি পর্যালোচনা
গোলাম সারোয়ার মিলন (১০ মিঃ)
১১.০০
সমাপ্তি
জয়েনিং লিংকঃ
https://us02web.zoom.us/j/84573079858?pwd=SUxpc0ZZUWs5WnFVWElRbnFpak54Zz09
মিটিং আইডিঃ
845 7307 9858
পাসকোডঃ
1234
অত্যন্ত স্পেশাল এই প্রোগ্রামে সবাইকে রাত ৮ টা ৫০ মিনিটের মধ্যে সপরিবারে ও সবান্ধবে উপস্থিত থাকার সবিনয় অনুরোধ করছি।
অনুরোধক্রমে,
গোলাম সারোয়ার মিলন
টিম লিডার, কোরআনের আলো
(দ্যা কসমিক হিলারস ফাউন্ডেশন)